Kolkata

শক্ত চোয়াল, দৃঢ় কণ্ঠ, হাতে মশাল, সুবিচারের দাবিতে ফের রাত দখল

সোদপুর থেকে যাদবপুর, লেকটাউন থেকে গড়িয়া, ফের রাত দখলের রাত দেখল কলকাতা। সুপ্রিম কোর্টে শুনানির আগের আলোকোজ্জ্বল রাতে সকলের মুখে একটাই ধ্বনি, উই ওয়ান্ট জাস্টিস।

Published by
News Desk

একটি মাস অতিবাহিত। আরজি করে নৃশংস নির্যাতনের শিকার মহিলা চিকিৎসকের নির্মম পরিণতির বিচার চান শহর থেকে গ্রাম, দেশ থেকে দেশান্তরের মানুষ। ন্যায় বিচারের দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। সুবিচারের দাবিতে নারী পুরুষ নির্বিশেষে সকলেই পথে নেমেছিলেন।

সোমবার শুনানির আগের রাতে নারী শক্তি ফের নামল রাত দখলে। সুবিচারের দাবিতে রাত দখলে। স্বর যে ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা এদিন সোদপুর থেকে যাদবপুর, লেকটাউন থেকে গড়িয়া, সর্বত্র নজর কাড়ল।

হাজার হাজার মানুষ সমস্বরে চেঁচিয়ে চলেছেন উই ওয়ান্ট জাস্টিস। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধন তৈরি হল, হাজার হাজার নারী হাতে মশাল নিয়ে পথে নামলেন, রাজপথ মুখ ঢাকল গ্রাফিতিতে।

কেউ গাইছেন, কেউ ন্যায় বিচারের দাবিতে গলা ফাটাচ্ছেন, কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন মুখর। রাস্তায় লেখা তিলোত্তমার বিচার চাই। সব বয়সের মানুষের ঢল। সকলের চোয়াল শক্ত। কণ্ঠ দৃঢ়। বিচার না পাওয়া পর্যন্ত যে তাঁরা থামবেন না তা স্পষ্ট করে দিয়েছেন আমজনতা।

ন্যায় বিচারের দাবিতে এভাবে সাধারণ মানুষের পথে নামা যে এক অন্য পরম্পরার সূচনা করল তা বলাই বাহুল্য। শ্যামবাজারে এই ন্যায় বিচারের দাবিতে শামিল বয়স্ক মানুষটি তো সাফ জানালেন, মানুষ পরিস্কার করে দিয়েছেন চুপ করে থাকা অনেক হয়েছে। এবার যে কোনও অন্যায়ের বিরুদ্ধে সুর তুলবেন সকলে।

সত্যিই তো। ন্যায় বিচারের দাবিতে এ শহর জেগেছে। রাত দখলে মধ্যরাতে পথে নামতে দ্বিধা করেননি সব বয়সের নারী। এদিন রাত দখলের আগেও সারাদিনই বিভিন্ন মিছিলে শহর ছিল সরগরম। সব প্রান্তের সব মানুষের একটাই দাবি, আরজি কর কাণ্ডের সুবিচার চাই।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts