Kolkata

বিচার চেয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের যৌথ মিছিল, যুবভারতীর সামনে ধুন্ধুমার

মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকেরা আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে পথে নামেন রবিবার। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি যুবভারতীর সামনে।

ডুরান্ড কাপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, বাংলার ২ প্রধান ও যুযুধান দলের ডার্বি হওয়ার কথা ছিল রবিবার। সেই ম্যাচ চলাকালীন ২ দলের সমর্থকদের যুবভারতী ক্রীড়াঙ্গনেই যৌথভাবে হাতে হাত মিলিয়ে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা ছিল। সুবিচার পাওয়ার দাবি তোলার কথা ছিল।

কিন্তু তার আগেই নিরাপত্তার প্রশ্নে এই খেলা বাতিল করা হয়। খেলা বাতিল যেন ২ প্রধান দলের সমর্থকদের আরও বেশি করে জোট বাঁধতে সাহায্য করল। আগুনে ঘৃতাহুতির মত ২ দলের সমর্থকেরা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এক যোগে মিছিল করার সিদ্ধান্ত নেন।

পরিস্থিতি সামাল দিতে যুবভারতীর সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছিল। যদিও তাতে সমর্থকদের দমানো যায়নি। বিকেল ৫টার আগেই ২ দলের বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন।

নিজেদের মধ্যে ক্লাবের পতাকা বিনিময় করেন। এই আন্দোলনে শামিল হতে হাজির হন কলকাতা ময়দানের আর এক শক্তিশালী দল মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকেরাও।

মিছিল এগোতে শুরু করলে একটা জায়গায় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। লাঠিচার্জও হয়। পরিস্থিতি ধুন্ধুমার চেহারা নেয়। ২ দলের কয়েকজন সমর্থককে আটকও করে পুলিশ।

যদিও তাঁদের কয়েকজনকে ফের ক্লাবের সমর্থকেরাই ছাড়িয়ে নেন। এদিকে কিছুক্ষণের জন্য থমকে গেলেও ফের মিছিল শুরু হয়। মিছিল থেকে রব ওঠে, উই ওয়ান্ট জাস্টিস।

এই পরিস্থিতিতে বাইপাসের একটা অংশ অবরুদ্ধ হয়ে পড়ে। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। মিছিলে আগত ২ দলের সমর্থকদের অনেককেই বলতে শোনা যায় যত পুলিশ এই মিছিল রুখতে মোতায়েন হয়েছে তার অর্ধেক পুলিশ থাকলে ডার্বি শান্তিপূর্ণভাবে হয়ে যেত। এদিন ময়দানের ২ প্রধান ফুটবল দলের সমর্থকেরা একসঙ্গে জাতীয় সঙ্গীতও গান।

এদিন আরজি করের ঘটনায় বিচারের দাবিতে যখন যুবভারতীর সামনে মিছিল করছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকেরা, তখন কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।

News Desk

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025