কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পড়ুয়া, প্রতীকী ছবি
ছাত্রছাত্রীদের জন্য যেসব সরকারি সুবিধা রয়েছে, সেগুলি ভোগ করার অধিকার তাদের রয়েছে। তবে তার জন্য সরকারি কিছু শর্ত পূরণ করতে হয়। নিয়ম তো মানতেই হবে। সেই নিয়ম বলছে সরকারি সুবিধা ভোগ করতে গেলে আধার কার্ড থাকা আবশ্যিক।
কিন্তু পশ্চিমবঙ্গে ৯ লক্ষ এমন ছাত্রছাত্রী রয়েছে যারা দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে চলেছে, কিন্তু তাদের আধার কার্ড নেই। রাজ্য স্কুল শিক্ষা দফতরের করা একটি সার্ভে থেকেই এই অবাক করা তথ্য সামনে এসেছে। যা বুঝিয়ে দিয়েছে এই ছাত্রছাত্রীরা সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
রাজ্যসরকার নিজেই এই তথ্যের বিষয়ে জানার পর এবার যাতে তাদের আধার কার্ড দ্রুত করা যায় সেজন্য পদক্ষেপ করেছে। রাজ্যে জুড়ে ২৭৫টি অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করা হচ্ছে।
এই ক্যাম্প অফিস থেকে আধার কার্ড না থাকা সব ছাত্রছাত্রীর আধার কার্ড তৈরির ব্যবস্থা করছে সরকার। যাতে তারা আগামী দিনে আর সরকারি সুবিধা ভোগ থেকে বঞ্চিত না হয়।
প্রতিটি ব্লকেই এমন অস্থায়ী আধার কার্ড রেজিস্ট্রেশন অফিস খোলা হচ্ছে সরকারের তরফে। এখানে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব পড়ুয়া আধার কার্ড না থাকলে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। এই নাম নথিভুক্তিকরণের জন্য কোনও আলাদা অর্থ তাদের ব্যয় করতে হবেনা।