Kolkata

আসন্ন পঞ্চায়েত ভোটে এবার অন্য ব্যালট বাক্স দেখবেন রাজ্যবাসী

এ রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন প্রায়। তার আগে রাজ্য নির্বাচন কমিশন এক নতুন ভাবনা যুক্ত করতে চলেছে ব্যালট বাক্সের ক্ষেত্রে। যা ভোটের সময় দেখতে পাবেন ভোটাররা।

Published by
News Desk

এ রাজ্যে পঞ্চায়েত ভোট সামনেই। পঞ্চায়েত ভোট ত্রিস্তরীয়। ফলে প্রতি বুথেই ৩টি ভোট দানের ব্যবস্থা থাকবে। সংবাদ সংস্থা আইএএনএস-কে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এবার রাজ্যে যে পঞ্চায়েত ভোট হবে তাতে বুথ পিছু ৪টি করে ব্যালট বাক্স থাকবে। যার মধ্যে একটি আকারে বড় হবে।

পঞ্চায়েত ভোটে কোনও ইভিএম ব্যবহার হবেনা। ব্যবহার হবে ব্যালট পেপার। সবচেয়ে বড় ব্যালট বাক্সটি ব্যবহার করা হবে পঞ্চায়েত সমিতির নির্বাচনে।

১টি ছোট ব্যালট বাক্স থাকবে গ্রাম পঞ্চায়েতের জন্য এবং বাকি ২টি ছোট ব্যালট বাক্স থাকবে জেলা পরিষদ নির্বাচনের ব্যালট ফেলার জন্য।

প্রতিটি ব্যালট বাক্সে এবার কিউআর কোড ব্যবহার করা হবে। এটা নতুন বন্দোবস্ত। প্রতিটি কিউআর কোডে জেলা ভিত্তিক, বুথ ভিত্তিক এবং ত্রিস্তরীয় ভোটের কোন স্তরের জন্য ওই ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত তথ্য থাকবে। যা নির্বাচন কমিশন অফিসও দেখতে পাবে। মনে করা হচ্ছে এতে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা আরও স্বচ্ছতা পাবে।

যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অন্যতম নেতা রাহুল সিনহা জানিয়েছেন, এসব তখনই কাজের হবে যখন ত্রিস্তরীয় নির্বাচনের প্রতিটি স্তরে প্রতিটি বুথে শাসক দল বাদ দিয়ে অন্য দলগুলি প্রার্থী দিতে পারবে এবং সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারবেন। যা সুনিশ্চিত করতে তিনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোরও দাবি করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts