Kolkata

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কঠোরতম নিয়ম আনছে রাজ্যসরকার

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে বিশাল দুর্নীতির মেঘ জমেছে তাতে রাজ্যসরকার বেশ কোণঠাসা। এই অবস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় একদম নতুন নিয়ম আনছে সরকার।

Published by
News Desk

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক বড় সড় নাম সামনে আসছে। মাথার ওপর প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ কার্যত অনেকটাই কোণঠাসা করে দিয়েছে রাজ্যসরকারকে। জনমানসে এই দুর্নীতি সংক্রান্ত অভিযোগ এতটাই প্রভাব ফেলেছে যে তা রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের ভোট ব্যাঙ্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

এই পরিস্থিতিতে আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে যাতে কোনও দুর্নীতির প্রশ্ন না উঠতে পারে ও সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে আসা গৌতম পাল যথেষ্ট সতর্ক। তাই পরীক্ষা হলে প্রবেশের সময় পরীক্ষার্থীকে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ দিতে হবে।

তা মেশিন গ্রহণ করলে তবেই তিনি পরীক্ষায় বসতে পারবেন। এই নয়া ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্যসরকার। এতে পরীক্ষার্থীর তরফে তৃতীয় কেউ এসে পরীক্ষা দিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না।

স্বচ্ছতা বজায় রাখতে আগেই স্থির হয়েছিল যে পুরো পরীক্ষা ব্যবস্থার ভিডিও রেকর্ডিং করা হবে। সে লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক বা সর্বশেষে কাউন্সিলিং হোক। সব কিছুর ভিডিও রেকর্ডিং করা হবে, যাতে কোনভাবে পরীক্ষা বা নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে না পারে।

এবার সেই স্বচ্ছতাকে আরও স্বচ্ছ করতে পরীক্ষার্থীদের প্রত্যেককে বায়োমেট্রিক পদ্ধতি মেনে পরীক্ষা হলে ঢুকতে হবে বলে নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্যসরকার।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts