Categories: Kolkata

ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

Published by
News Desk

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পর কী এবার ডাম্পি মণ্ডল? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে রাজারহাট এলাকায়। কারণ এখানকার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ডাম্পি মণ্ডলের নামে তোলাবাজির অভিযোগে বিধাননগর কমিশনারেটে একটি এফআইআর দায়ের হয়েছে। এফআইআর দায়ের করেছেন অনুপ শর্মা নামে এক ব্যক্তি। তাঁর দাবি, ২০১১ সালে বাবলাতলা এলাকায় তিনি একটি বাড়ি কেনেন। চাবি হাতে পাওয়ার পর গত ৮ মাস আগে সেখানে দিন সাতেক কাটিয়ে যান তিনি। ওই ব্যক্তির অভিযোগ থাকতে আসার পরই স্থানীয় জগদীশ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে তাঁর কাছে টাকা চাওয়া হয়। ওই ক্লাবের সভাপতি ডাম্পি মণ্ডলই। ক্লাবে তিনি কথা বলতে গেলে তাঁর কাছ থেকে বাড়ির চাবিও কেড়ে নেওয়া হয় বলে দাবি করেছেন অনুপবাবু। তাঁর কাছে প্রায় ১০ লক্ষ টাকা দাবি করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, স্থানীয় কাউন্সিলর ডাম্পি মণ্ডল বিষয়টি মিটিয়ে দেবেন বলার পরও তাঁর দলবল অনুপবাবুর কাছে টাকা দিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। এরপরই বিধাননগর কমিশনারেটে এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি।

Share
Published by
News Desk

Recent Posts