মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ল এক যুবক। গত শনিবার রাত ১টা নাগাদ সে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢোকে। তারপর সেখানেই লুকিয়ে ছিল সারারাত।
এভাবে এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়ল। অথচ সুরক্ষায় নিযুক্ত কর্মীরা কেউ তা দেখতে পেলেননা। সিসিটিভি লাগানো রয়েছে চারিদিকে। অথচ সেই সিসিটিভি-কে এড়িয়ে সে পাঁচিল টপকাল এবং বাড়ির ভিতরে প্রবেশ করল।
এতকিছু কীভাবে সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার সকালে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। তারপর তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে পুলিশের কাছে স্বীকার করেছে যে শনিবার রাতে পাঁচিল টপকেই সে বাড়িতে প্রবেশ করেছিল।
ঠিক কী উদ্দেশ্যে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে লুকিয়ে প্রবেশ করেছিল তা এখনও পরিস্কার নয়। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
তবে এই ঘটনায় যে প্রশ্ন সবচেয়ে বেশি করে উঠছে সেটা হল রাজ্যের মুখ্যমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তায় যদি এত বড় ফাঁক থাকে, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?
মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে সারারাত এক যুবক যদি লুকিয়ে থাকতে পারে, তাহলে সাধারণ মানুষের বাড়িতে যে কেউ ঢুকে পড়তে পারে। যেকোনও ঘটনা তাঁদের সঙ্গে ঘটে যেতে পারে। সুরক্ষায় এত বড় ফাঁক কীভাবে রয়ে গেল সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…