Kolkata

সোমবার থেকে বন্ধ স্কুল, কলেজ, জারি আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা

সংক্রমণ আশঙ্কাকে মাথায় রেখে যে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন একগুচ্ছ বিধিনিষেধ জারি করল নবান্ন।

Published by
News Desk

রাজ্যে সংক্রমণ গত ৭ দিনে বেড়েছে ১০ গুণ। যা প্রশাসনের চিন্তার কারণ হয়ে উঠেছে। যে হারে সারা দেশ এবং এ রাজ্যে সংক্রমণ বাড়ছে তাতে তৃতীয় ঢেউ ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া ছিল সময়ের অপেক্ষা।

রবিবার এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যসচিব নবান্ন থেকে একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়ে দেন।

সোমবার থেকে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে যুক্ত মানুষজন আসতে পারবেন।

এছাড়া রাজ্যের সব সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। ৫০ শতাংশ সদস্য নিয়ে সভা, বৈঠক করা যাবে।

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধের কড়াকড়ি থাকবে। মেট্রো রেল চলবে, তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। তবে লোকাল ট্রেন সন্ধে ৭টা পর্যন্ত চলাফেরা করবে। তারপর বন্ধ থাকবে লোকাল ট্রেন।

দূরপাল্লার ট্রেনে অবশ্য কোনও বাধা থাকছে না। কলকাতায় ব্রিটেন থেকে কোনও বিমান আর সোমবার থেকে নামবে না।

সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে সোমবার থেকে। ফলে বন্ধ থাকছে চিড়িয়াখানা, ইকো পার্ক সহ বিভিন্ন বেড়ানোর জায়গা।

সিনেমা হল বা থিয়েটার হল বন্ধ না হলেও ৫০ শতাংশ দর্শকই থাকতে পারবেন। তাও রাত ১০টা পর্যন্ত। রাত ১০টার পর সিনেমা হল, থিয়েটার হল বন্ধ করতে হবে।

রাত ১০টার পর বন্ধ করতে হবে শপিং মল, বিভিন্ন বাজার। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে, তবে ৫০ শতাংশ মানুষ নিয়ে।

এছাড়া সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন বন্ধ থাকবে। এসব বিধিনিষেধই আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

Share
Published by
News Desk

Recent Posts