Categories: Kolkata

রাজ্য সরকারি দফতরে ঢোকা-বেরোনোয় কড়াকড়ি

Published by
News Desk

ফের রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সময়ের কড়াকড়ি। অফিসে ঢোকা এবং বার হওয়ার সময় ঘড়ি ধরে মেনে চলতে হবে বলে এদিন অর্থ দফতর থেকে মৌখিক নির্দেশিকা জারি হয়েছে। তবে মৌখিক হলেও নির্দেশিকাকে হালকাভাবে নিচ্ছেন না সরকারি কর্মচারিরা। নির্দেশে বলা হয়েছে, এবার থেকে রাজ্য সরকারি কর্মচারিদের সকাল সওয়া ১০টার মধ্যে অফিসে পৌঁছে যেতে হবে। তার চেয়ে দেরি হলে ওইদিনটি তাঁর ছুটি হিসাবে গণ্য করা হবে। কাটা যাবে বকেয়া ছুটি। বার হওয়ার সময় বিকেল ৫টা। তার আগে কেউ অফিস থেকে বেরিয়ে যেতে পারবেন না। বাম রাজত্বে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি দফতরে কর্ম সংস্কৃতি ফেরাতে কর্মীদের ঢোকা বার হওয়ার সময়ের কড়াকড়ি চালু করেছিলেন। কিন্তু সেই ফতোয়া বেশিদিন কাজে আসেনি। এবার তৃণমূল শাসনে তা কতটা কার্যকর হয় সেদিকেই চেয়ে সকলে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts