কোভিড-১৯, প্রতীকী ছবি
রাজ্যে উৎসবের মরসুমে করোনা সংক্রমণ দৈনিক হিসাবে একই জায়গায় ঘোরাফেরা করছে। কোনও দিন কিছুটা বাড়ছে তো কোনও দিন তার চেয়ে সামান্য কম। করোনা পজিটিভিটি রেট ২ শতাংশের ওপর রয়েছে।
কলকাতায় এদিনও ২০০-র ওপরই নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। তার পিছনেই একদিনে দেড়শোর মত সংক্রমণ নিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৮৫৩ জন।
রাজ্যে দৈনিক মৃত্যুও কিন্তু সেই ২ অঙ্কে ঘোরাফেরা করছে। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃত্যুতে ৪ অঙ্কে এতদিন ছিল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। বুধবার সেই ৪ অঙ্কের মৃত্যুর খাতায় ঢুকে পড়ল হুগলিও।
এদিন হুগলিতে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। যার হাত ধরে এদিন হুগলিতে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার। ফলে রাজ্যে এখন এমন ৫টি জেলা রয়েছে যেখানে করোনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪ অঙ্কে রয়েছে।
সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে কলকাতায়। একমাত্র কলকাতায় ৫ হাজারের ওপর মানুষের প্রাণ গেছে করোনায়। এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৫ জনের।
রাজ্যে এখন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৩০ শতাংশ। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ১১৩টি। তার মধ্যে ৮৫৩ জনের করোনা ধরা পড়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা