Kolkata

প্রথমবারেই এত বড় ভুল, কিছুটা হলেও উল্টো পতাকা তুললেন বিমান বসু

সিপিএম সদর দফতরে এবারই প্রথম পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর প্রথম বারেই বিপত্তি। বেশ কিছুটা উল্টো পতাকা তুলে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Published by
News Desk

দেশের প্রায় সব রাজনৈতিক দলই তাদের মত করে স্বাধীনতা দিবস পালন করে থাকে। সকালে পতাকা তোলা হয় বিভিন্ন দলীয় কার্যালয়ে। থাকে আরও কর্মসূচি। কিন্তু সিপিএম অদ্যাবধি কখনও স্বাধীনতা দিবস পালন করেনি। তোলা হয়নি জাতীয় পতাকা।

এদিকে এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ সিপিএমের এখন বাংলায় বিধায়ক সংখ্যা শূন্য। হাতছাড়া হয়েছে ত্রিপুরাও। এই পরিস্থিতিতে দলীয় লাইন বদলাচ্ছেন সিপিএম নেতারা।

এবার সীতারাম ইয়েচুরি স্বাধীনতা দিবসের আগেই জানিয়ে দেন যে তাঁদের পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত হয়ে গেছে যে স্বাধীনতা দিবসের দিন সব দলীয় কার্যালয়ে তোলা হবে দেশের জাতীয় পতাকা।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিনে তাই এবার প্রথমবারের জন্য সিপিএম-এর প্রধান দলীয় কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে রবিবার পতাকা উত্তোলন করা হল।

কিন্তু প্রথমবারের জন্য পতাকা তোলার এই ঐতিহাসিক দিনেই বিরাট ভুল করে ফেললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উল্টো জাতীয় পতাকা তুলতে শুরু করলেন তিনি।

বিমান বসু পতাকা উত্তোলন শুরু করতেই সকলের নজরে আসে যে উল্টো পতাকা তুলতে শুরু করেছেন তিনি। এদিকে দড়ির টানে পতাকা তখন উপরে উঠতেই থাকছে।

বিষয়টি নজরে পড়তেই ছুটে আসেন মহম্মদ সেলিম। তিনি তড়িঘড়ি বিমানবাবুর কাছ থেকে দড়ি নিয়ে পতাকাটি নামিয়ে নেন। তারপর তা ঠিক করে ফের উত্তোলন করা হয় পতাকা।

সংবাদমাধ্যমের সামনে উল্টো পতাকা তুলতে থাকার এই ঘটনায় কার্যতই অপ্রস্তুত হয়ে পড়েন সিপিএম নেতারা।

Share
Published by
News Desk

Recent Posts