Categories: Kolkata

ফের সল্টলেকে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

Published by
News Desk

ফের সল্টলেকে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পর এবার বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসায় ফের অস্বস্তিতে তৃণমূল। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় সরকারি সংস্থা নাবার্ডের একটি নির্মিয়মান প্রকল্পের কাজে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ চালানোর চেষ্টা করে তার দলবল। অভিযোগ তার ওয়ার্ডেই নাবার্ডের একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানে কাজ শুরুর পর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজারের কাছে এসে জয়দেব নস্করের দলবল জানিয়ে দিয়ে যায় নির্মাণ সামগ্রি কিনতে হবে তাদের ঠিক করা লোকজনের কাছ থেকেই। যার গুণগত মান নিয়েও প্রশ্ন আছে। দামও বাজারের দামের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি। এছাড়া প্রকল্প তৈরির জন্য তোলা চাওয়ারও অভিযোগ উঠেছে জয়দেব নস্করের অনুগামীদের বিরুদ্ধে। বিষয়টি নাবার্ডের প্রজেক্ট ম্যানেজার উপর তলায় জানাতেই নড়েচড়ে বসে বিধাননগর পুরসভা। ঘটনা সামনে আসার পর মঙ্গলবার জয়দেব নস্করের ঘনিষ্ট বলে পরিচিত রমেশ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিউ টাউনের সিন্ডিকেট পাণ্ডা হিসাবে পরিচিত আলি আহমেদকে এদিন পাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আলির বিরুদ্ধে ব্যাঙ্ক ডাকাতিরও অভিযোগ ছিল। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গ্রেফতার হয়েছে আরও এক তোলাবাজ। বিরাটির মহাজাতি নগর থেকে এদিন বাবুলাল সিংহ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts