Categories: Kolkata

আইসিএসই স্কুলে বাধ্যতামূলক হচ্ছে হেলমেট

Published by
News Desk

যেসব ছাত্রছাত্রী অভিভাবকদের সঙ্গে বাইক বা স্কুটারে চড়ে স্কুলে আসে তাদের হেলমেট ছাড়া স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এমনই নির্দেশ জারি করতে চলেছে আইসিএসই স্কুলগুলি। সোমবার এমনই জানিয়েছেন আইসিএসই স্কুলগুলির সংগঠনের সম্পাদক। ইতিমধ্যেই শহরের কয়েকটি আইসিএসই স্কুলে এই মর্মে নোটিস পড়ে গিয়েছে। যারমধ্যে রয়েছে সেন্ট্রাল মডার্ন, রামমোহন মিশন স্কুল। অন্যান্য স্কুলগুলিতেও দ্রুত নির্দেশিকা আসতে চলেছে। এরফলে আগামী দিনে স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষা অনেকটাই সুনিশ্চিত হবে। এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। খুশি শিক্ষক শিক্ষিকারাও।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts