Kolkata

মাধ্যমিকে এবার সবাই পাশ, ফার্স্ট হল ৭৯ জন

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। এবার মাধ্যমিক পরীক্ষার ফলে রয়েছে একের পর এক চমক। এবার করোনার কারণে পরীক্ষাই নেওয়া হয়নি।

Published by
News Desk

মাধ্যমিকের ফল প্রকাশ ঘিরে যে উন্মাদনা কাজ করে এবার সেই উন্মাদনাটা ছিলনা। ছিলনা কারণ এবার পরীক্ষাই তো হয়নি। পরীক্ষার্থী থেকে অভিভাবকরা বুঝতেও পারছিলেননা বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের রেজাল্ট কেমন হতে চলেছে।

আদৌ কি জীবনের প্রথম বড় পরীক্ষায় তাদের মেধার সঠিক মূল্যায়ন হবে? এ নিয়ে নানা প্রশ্ন ছিল নানা মহলে। বাস্তব পরিস্থিতিতে অবশ্য পরীক্ষা গ্রহণও সম্ভব ছিলনা। ফলে মঙ্গলবার রেজাল্ট বার হল বিকল্প মূল্যায়নের মধ্যে দিয়েই।

এবার রেজাল্টেও তাই একের পর এক চমক। মাধ্যমিকের ইতিহাসে এবারই প্রথম সব পরীক্ষার্থী পাশ করেছে। ১০০ শতাংশ পাশের হার। যা গত বছর ছিল ৮৬.৩৪ শতাংশ।

এবার প্রথম স্থান অধিকার করেছে ৭৯ জন। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৭। মোট নম্বর ছিল ৭০০। মাধ্যমিকে কতজন ফার্স্ট ডিভিশন পেয়েছে তার দিকেও সকলের নজর থাকে। এবার সেখানেও ইতিহাস তৈরি হয়েছে। মাধ্যমিকে এবার ৯০ শতাংশ ছাত্রছাত্রীই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। যা আগে কখনও হয়নি।

মঙ্গলবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ফলাফল প্রকাশ করেন। রেজাল্ট সব স্কুল থেকেই দেওয়া হবে। তবে রেজাল্ট নিতে কোনও ছাত্রছাত্রী যেতে পারবেনা। অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে তাদের রেজাল্ট।

এদিন পরীক্ষার ফল প্রকাশের পর সব উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে অভিনন্দন জানান তিনি।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts