Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ আরও কমল, মৃত ১৪

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আরও কিছুটা কমল। এদিন দৈনিক মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪তে। সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশের দরজায় পৌঁছেছে।

Published by
News Desk

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিনও আরও কিছুটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮৩১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৩ হাজার ৮৪৫ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় ৯ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৫৭১টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮৪ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ২ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৯টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। নদিয়ায় ৩ জন, দার্জিলিংয়ে ২ জন, উত্তর দিনাজপুরে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, হাওড়ায় ১ জন, বীরভূমে ১ জন ও পূর্ব মেদিনীপুরে ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৬১ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮২ হাজার ৯০৩ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৯৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts