Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ আর একটু কমল, মৃত্যু বাড়ল

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আরও কিছুটা কমল। এদিন দৈনিক মৃত্যুও গত দিনের তুলনায় কমেছে। সুস্থতার হার ক্রমশ ৯৮ শতাংশের দিকে এগোচ্ছে।

Published by
News Desk

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিনও আরও কিছুটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮৬৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৩ হাজার ৮৭৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় দেড় হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৯০৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯১ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। গত দিনের তুলনায় এদিন ৬ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১ জনের। করোনার জেরে সবচেয়ে বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় দীর্ঘকাল পর আগের দিন মৃত্যু শূন্য হলেও এদিন ফের মৃত্যু হয়েছে ৩ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৯টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। নদিয়ায় ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, কোচবিহারে ২ জন, বীরভূমে ১ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন ও হুগলিতে ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৮৬ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮১ হাজার ৭৪২ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts