Categories: Kolkata

মন্ত্রী-কুণাল সাক্ষাৎ, শো-কজের মুখে কারারক্ষী

Published by
News Desk

মন্ত্রীর সঙ্গে শুক্রবার বেশ কিছুক্ষণ কথা বললেন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ। এদিন সংশোধনাগার পরিদর্শনে যান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময়ে আচমকাই তাঁর কাছে চলে আসেন কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ মন্ত্রীর সঙ্গে কথা হয় কুণালবাবুর। জেলের অব্যবস্থা থেকে শুরু করে নানা বিষয়ে মন্ত্রীর কাছে অভিযোগও জানান তিনি। এদিকে কিভাবে কুণাল ঘোষ সকলের চোখ এড়িয়ে মন্ত্রীর কাছে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সংশোধনাগারে কুণাল ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কারারক্ষীকে শো-কজ করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk

Recent Posts