Kolkata

রাজ্যে একদিনে বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন ফের একটু বাড়ল। এদিন দৈনিক মৃত্যু অবশ্য সামান্য কমেছে। ৮ জেলা মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

Published by
News Desk

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার চতুর্থ দফা চলছে। এই কড়া বিধিনিষেধের নির্দেশ যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন।

দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন অবশ্য গত দিনের তুলনায় সামান্য বেড়েছে। তবে তা ১ হাজারের নিচেই আছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৯৮২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮ হাজার ২২৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ১৮৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। গত দিনের তুলনায় এদিন ১ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫০ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৮টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দার্জিলিংয়ে ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, হুগলিতে ২ জন, কালিম্পংয়ে ১ জন, নদিয়ায় ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন ও পূর্ব বর্ধমানে ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৮৬ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৭১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus