Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল, বাড়ল অ্যাকটিভ রোগী

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমেছে। কমেছে দৈনিক মৃত্যুও। এদিকে সংক্রমণ নামতে থাকলেও অ্যাকটিভ রোগী গত একদিনে আরও বাড়ল।

Published by
News Desk

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার ১ মাস পূর্ণ হল। যার সুফল ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে কমেছে।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭১ হাজার ২৩১ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় সাড়ে ৬ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬১ হাজার ৯৮১টি।

রাজ্যে দীর্ঘদিন অ্যাকটিভ রোগী কমার পর টানা ৭ দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ল। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫২ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের। গত দিনের তুলনায় এদিন ৬ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৬৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া দার্জিলিংয়ে ৮ জন, নদিয়ায় ৮ জন ও জলপাইগুড়িতে ৭ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

২ জন করে মানুষের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হাওড়ায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১২ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩২ হাজার ৯৬১ জন। সুস্থতার হার গতদিনের চেয়ে সামান্য কমে ৯৭.৪০ শতাংশে দাঁড়িয়েছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus