Kolkata

সরকারি ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য খুশির খবর শোনাল রাজ্যসরকার। বুধবার থেকে ২৫ শতাংশ কর্মচারি নিয়ে সব রাজ্য সরকারি অফিস খোলার কথা থাকলেও তা খুলছে না।

Published by
News Desk

তৃতীয় দফায় রাজ্যে করোনা রুখতে কড়া বিধিনিষেধের কথা গত সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছিল ৩০ জুন পর্যন্ত রাজ্য সরকারি সব অফিস খোলা হলেও সেখানে ২৫ শতাংশ কর্মচারি নিয়ে কাজ হবে।

সেক্ষেত্রে বুধবার থেকে অফিস খোলার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাজ্যসরকারের তরফে জানিয়ে দেওয়া হল বুধবার অফিস খুলছে না।

বুধবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার জামাইষষ্ঠী। সেই উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্যসরকার।

রাজ্যসরকারের এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মচারিরা। সকলে হয়তো এই করোনা পরিস্থিতিতে জামাইষষ্ঠীতে তেমন দূরে হলে শ্বশুরবাড়ি যেতে পারছেন না। কিন্তু ছুটিটা উপভোগ করতে চাইছেন তাঁরা।

এর আগেও মমতা সরকার গঠিত হওয়ার পর জামাইষষ্ঠীতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছিল কয়েক বছর। তারপর পূর্ণ দিবস ছুটিও ঘোষণা হয়েছে। এ বছরও তার অন্যথা হল না।

জামাইষষ্ঠী হিসাবে ছুটি ঘোষণা হওয়ায় রাজ্য সরকারি অফিসে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ বৃহস্পতিবার থেকে শুরু হবে।

রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাস, লোকাল ট্রেন, মেট্রো সহ সব যান পরিষেবা বন্ধ রয়েছে। ফলে জামাইষষ্ঠী সেভাবে পালনের উপায় এবার নেই।

অনেকের শ্বশুরবাড়ি এতটাই দূরে যে সেখানে এভাবে পৌঁছে যাওয়া মুশকিল। যদিও এই পরিস্থিতিতেও জামাইষষ্ঠী আসতেই বাজার আগুন। মাছ থেকে আনাজ, ফল সবের দামই বেড়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts