Kolkata

রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ, ১৫ হাজার পার মৃত্যু

রাজ্যে একদিনে করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আরও কমল। অন্যদিকে দৈনিক মৃত্যু নামার প্রবণতা খুবই ধীরে। রাজ্যে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে।

Published by
News Desk

রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল পাওয়া যাচ্ছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিত গত দিনের সাপেক্ষে ফের কিছুটা কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। এক ধাক্কায় প্রায় ১ হাজার কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় ১ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ১৮৮টি। রাজ্যে এদিন কমেছে অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জনে।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫ হাজার ১২০ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন, হাওড়ায় ১১ জন, দার্জিলিংয়ে ৭ জন, হুগলিতে ৭ জন, উত্তর দিনাজপুরে ৬ জন, মুর্শিদাবাদে ৬ জন, বীরভূমে ৫ জন ও জলপাইগুড়িতে ৪ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

কোচবিহারে মারা গেছেন ৩ জন মানুষ। ২ জন করে মারা গেছেন পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এছাড়া ১ জন প্রাণ হারিয়েছেন নদিয়ায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ১৯ হাজার ৩৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১২ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts