Categories: Kolkata

কাউন্সিলরদের ডানা ছাঁটল নবান্ন

Published by
News Desk

মিউটেশন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান, রিভাইজড প্ল্যান, জলের লাইন, সিসি কোনও ক্ষেত্রেই ছাড়পত্র পেতে কাউন্সিলরের সইয়ের কোনও প্রয়োজন নেই। আইন সেকথাই বলে। কিন্তু কলকাতা পুরসভা বাদ দিলে বাকি পুরসভাগুলিতেই এক্ষেত্রে কাউন্সিলরের সইয়ের একটা রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে। অনেকের মতে, যে সুযোগ কাজে লাগিয়ে অনেক কাউন্সিলর তোলাবাজি সুযোগ পাচ্ছিলেন। সল্টলেকের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসার পর এবার প্রশাসনিক কাজে কাউন্সিলরদের এ ধরণের হস্তক্ষেপ বন্ধ করতে কঠোর অবস্থান নিল পুর ও নগরোন্নয়ন দফতর। মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন সব পুরসভাকে চিঠি সাফ জানিয়েছেন কাউন্সিলরদের কাজ এলাকার উন্নয়ন।  সেদিকেই তাঁরা যেন নজর দেন। মিউটেশন, সিসি বা অন্যান্য ছাড়পত্রের জন্য তাদের সইয়ের কোনও প্রয়োজন নেই। কাউন্সিলরদের তোলাবাজি বন্ধ করতে এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যের আমজনতা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts