Kolkata

রাজ্যে কমল নমুনা পরীক্ষা, কমল সংক্রমণ

রাজ্যে প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিন অবশ্য কিছুটা হলেও গত দিনের তুলনায় কমেছে সংক্রমণ। কমেছে নমুনা পরীক্ষাও।

Published by
News Desk

কলকাতা : মার্চ পড়ার পর থেকে দেশের সঙ্গে সঙ্গে এ রাজ্যেও দৈনিক সংক্রমণ বেড়েছে। যা এখন প্রাত্যহিকভাবে বেড়েই চলেছে। এদিন অবশ্য দৈনিক সংক্রমিতের সংখ্যা গত দিনের সংখ্যার চেয়ে কম হয়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬৩৯ জন। নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় হাজার আটেক কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ১১৬টি।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার ৩০৫ জন। এদিনও রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছিল। এখন কিন্তু টানা ঠিক উল্টো হচ্ছে। এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার পার করেছে। দাঁড়িয়েছে ৫ হাজার ১৫২ জনে।

মার্চের প্রথম দিনেই রাজ্যে মৃত্যু শূন্যে নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১ জনের মৃত্যু হয়েছে তা হয়েছে রাজ্যের অন্যতম করোনা বিধ্বস্ত জেলা কলকাতায়। আর কোনও জেলায় মৃত্যু হয়নি।

ক্রমশ কমতে থাকা মৃত্যুর সংখ্যার জেরে এখন মানুষ অনেকটা স্বস্তিতে বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

করোনা বিধি পালন নিয়ে সাধারণ মানুষের ঢিলেঢালা মানসিকতা দেশে অচিরেই করোনার দ্বিতীয় ঢেউ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে আইসিএমআর।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৪৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৮২৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ। ক্রমশ সুস্থতার হার কিন্তু কমেই চলেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus