Kolkata

রাজ্যে ফের ৪০০ পার সংক্রমিতের সংখ্যা, কমল সুস্থতার হার

রাজ্যে এদিন গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা হাজার দুয়েক বেড়েছে। সংক্রমিতের সংখ্যাও বেড়েছে। ৪০০ পার করেছে দৈনিক সংক্রমণ। অন্যদিকে রাজ্যে সুস্থতার হার কমেছে।

Published by
News Desk

কলকাতা : মার্চ পড়ার পর থেকে রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়েছে। যা এখন প্রাত্যহিক ভাবে বেড়েই চলেছে। এদিন সংক্রমিত হয়েছেন ৪০৪ জন। নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ২৪৩টি। যা গত দিনের তুলনায় বেড়েছে ২ হাজারের ওপর।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮১ হাজার ৪০৩ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন রাজ্যে অ্যাকটিভ রোগী সংখ্যা কমছিল। এখন কিন্তু ঠিক উল্টো হচ্ছে। এদিনও বাড়ল অ্যাকটিভ রোগী। বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৬ জনে।

মার্চের প্রথম দিনেই রাজ্যে মৃত্যু শূন্যে নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের। আগের দিনও ২ জনেরই মৃত্যু হয়েছিল। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৩১০ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা রয়েছে। কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় অন্যজনের মৃত্যু হয়েছে। আর কোনও জেলায় মৃত্যু হয়নি।

ক্রমশ কমতে থাকা মৃত্যুর সংখ্যার জেরে এখন মানুষ অনেকটা স্বস্তিতে বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

করোনা বিধি পালন নিয়ে সাধারণ মানুষের ঢিলেঢালা মানসিকতা দেশে অচিরেই করোনার দ্বিতীয় ঢেউ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে আইসিএমআর।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩২০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৪৩৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭.৬০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts