Kolkata

রাজ্যে উর্ধ্বমুখী সংক্রমণ, থমকে গেল সুস্থতার হার

রাজ্যে দৈনিক সংক্রমণ ফের উর্ধ্বমুখী। একটু একটু করে বাড়ছে সংক্রমণ। এদিকে টানা ৩ দিন সুস্থতার হার একই জায়গায় থমকে রইল।

Published by
News Desk

কলকাতা : ফেব্রুয়ারির শুরু থেকে ২০০-র নিচে নেমে যায় রাজ্যে দৈনিক সংক্রমণ। সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে প্রায় শেষে পৌঁছে। এদিন সংক্রমিত হয়েছেন ২১৬ জন। রাজ্যে সংক্রমণ কিন্তু এবার উর্ধ্বমুখী।

নমুনা পরীক্ষা গত দিনের সঙ্গে প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮৪টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৭১৬ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৩ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

আগের দিনে চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৬৩ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৩ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত জেলা কলকাতা নেই। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের। হুগলিতে মৃত্যু হয়েছে ১ জনের। আর পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে ১ জনের। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।

এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২২৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬১ হাজার ১১০ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে রাজ্যে সুস্থতার হার এতদিন টানা বাড়লেও এদিন নিয়ে পরপর ৩ দিন তা একই জায়গায় দাঁড়িয়ে রইল। ৯৭.৬৩ শতাংশেই রয়ে গেল রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts