Kolkata

রাজ্যে সংক্রমণ ও মৃত্যু বাড়ল

একদিনে করোনায় রাজ্যে মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বাড়ল। বেড়েছে সংক্রমিতের সংখ্যাও। অন্যদিকে নমুনা পরীক্ষাও কিছুটা বেড়েছে। রাজ্যে বেড়েছে সুস্থতার হারও।

Published by
News Desk

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচে থাকছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১৯৪ জন। নমুনা পরীক্ষা ১ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫২৮টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৭ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। একাধিক দিন তা ১ জনেও নেমেছিল। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৪২ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৩ জনের মৃত্যু হয়েছে সে তালিকায় কলকাতা নেই। তবে রাজ্যের অন্য করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনা রয়েছে।

উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া নদিয়ায় ১ জন এবং পূর্ব বর্ধমানে ১ জনের প্রাণ গেছে। আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৩৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৫২০ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৫৮ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। এবার রাজ্যের সব সরকারি কর্মচারিও টিকা পেতে চলেছেন। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts