Categories: Kolkata

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করে দেহ লোপাটের অভিযোগ

Published by
News Desk

এক মহিলাকে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামী পলাতক। পুলিশ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে বিহারের মুজফফরপুরের বাসিন্দা কবিতা কুমারী তাঁর স্বামীর সঙ্গে পাটুলি এলাকার একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। তাঁর সঙ্গে বিহারের তাঁর বাপের বাড়ির লোকজনের কথাও হত। গত ৫ জুলাই মুজফফরপুর থেকে কবিতাদেবীর বাড়ির লোকজন পাটুলি থানায় অভিযোগ দায়ের করে জানান তাঁদের মেয়েকে জামাই খুন করে দেহ লোপাট করে দিয়েছে। কারণ বেশ কয়েকদিন মেয়ের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না। মেয়ে কোথায় তাও তাঁদের জানা নেই। শেষ ফোনে মেয়ে জানিয়েছিল তাঁর স্বামী তাঁর ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। তাঁকে খুন করার হুমকিও দেওয়া হচ্ছে। তারপর থেকেই মেয়ে বেপাত্তা। কলকাতায় তাঁদের ফ্ল্যাটও বন্ধ। পুলিশ ঘটনার তদন্তে মুজফফরপুরে গিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts