Kolkata

একদিনে রাজ্যে সংক্রমিত ১৪৬, মৃত ৬

একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হল ৬ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। গত একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৪৬ জন।

Published by
News Desk

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। এখন তা ২০০-র নিচেই থাকছে।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৪৬ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে ৩ হাজার মত বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৫৬টি।

রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৬৩৬ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৬ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। এরমধ্যে তা ১ জনেও নেমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।

আগের দিনের চেয়ে ৪ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২১৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ২ জন। এছাড়া হাওড়ায় ১ জন ও নদিয়ায় ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যের আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই। যা অবশ্যই রাজ্যবাসীকে অনেকটা স্বস্তি দিয়েছে। ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ অনেকটাই বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৭৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৬ হাজার ৯২৫ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৪৩ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। যা অবশ্যই অনেকটা স্বস্তির কারণ হচ্ছে টিকা গ্রহীতাদের জন্য। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts