Categories: Kolkata

৩ মহিলাকে বেঁধে সল্টলেকে দুঃসাহসিক ডাকাতি

Published by
News Desk

বাড়ির কিছু জিনিস কিনতে দরজা খুলে বার হতে যেতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল কয়েকজন যুবক। হাতে ধারালো অস্ত্র, বন্দুক। ঢুকেই তারা ওই তরুণীকে ঠেলে নিয়ে গেল ঘরের মধ্যে। মাথায় বন্দুকের নল ঠেকানো। এক পাশ থেকে খালি বলে চলেছে চেঁচানোর চেষ্টা করলেই কুপিয়ে দেবো। ভয়ে মোটামুটি হাত পা তখন প্রায় ঠান্ডা হওয়ার জোগাড়। বাড়ির অন্য মেয়েটিকে তখন ডাকাত দলের একজন আলমারি দেখাতে বলে শাসাচ্ছে। না, কোনও ঝুঁকি নেয়নি সল্টলেকের সিই ব্লকের চক্রবর্তী পরিবার। আলমারি খুলে দেন তাঁরা। আলমারি হাঁটকে ১০ ভরি সোনার গয়না ও টাকাকড়ি নিয়ে নেয় ডাকাতরা। তারপর বাড়ির ২ মেয়ে ও তাদের মাকে পিছমোড়া করে বেঁধে চম্পট দেয়। ফের সল্টলেকে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে সল্টলেকের সুরক্ষা নিয়েও।

Share
Published by
News Desk

Recent Posts