Kolkata

দীর্ঘদিন পর একদিনে উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু শূন্য

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ৫০০-র নিচেই ঘোরাফেরা করছে। মৃত্যু হয়েছে ৮ জনের। উল্লেখযোগ্যভাবে উত্তর ২৪ পরগনায় এদিন একজনও করোনায় মারা যাননি।

Published by
News Desk

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা তা ৫০০-র নিচে থাকছে।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৬ জন। নমুনা পরীক্ষা আগের দিনের সঙ্গে প্রায় সমান রয়েছে গেছে এদিন। নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৭১টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৩০৪ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭০ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে। এখন তা ১০-এর নিচে নেমে গেছে।

গত ৩ দিন ধরেই ১০-এর নিচে থাকছে রাজ্যে করোনায় মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭টি।

গত একদিনে যে ৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩ জন। দীর্ঘ সময় পর রাজ্যের করোনা বিধ্বস্ত জেলা হিসাবে কলকাতার পরই থাকা উত্তর ২৪ পরগনায় কারও মৃত্যু হয়নি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দার্জিলিংয়ে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, পূর্ব বর্ধমানে ১ জন এবং পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৪৯৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৭৩৭ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.০৮ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts