Kolkata

রাজ্যে গত একদিনে করোনায় মৃত ১৮

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ১ হাজারের নিচেই থাকছে। কমেছে দৈনিক মৃত্যুও। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হল ১৮ জনের। সুস্থতার হার ৯৭ শতাংশের দরজায়।

Published by
News Desk

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ।

এদিন সংক্রমিত হয়েছেন ৭২৩ জন। গত দিনের তুলনায় কিন্তু নমুনা পরীক্ষা এদিন প্রায় ৩ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১০৭টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৭৯৫ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৩ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে।

এদিন ১৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আগের দিনও একই সংখ্যক মানুষের প্রাণ কেড়েছিল করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯৩ জন। প্রায় ১০ হাজারের কাছে পৌঁছে গেছে করোনায় মৃতের সংখ্যাও।

গত একদিনে যে ১৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৬ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে নদিয়ায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন এবং হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য কমেছে। ৭৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৪৯৯ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে পৌঁছে গেছে ৯৭ শতাংশের দরজায়। দাঁড়িয়েছে ৯৬.৯‌৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts