Kolkata

সংক্রমণ নিয়ে কলকাতায় হাজির ২ ব্রিটিশ যাত্রী

ব্রিটেনে করোনা নতুন রূপ নিয়ে হাজির হয়েছে। করোনার নতুন একটি ধরণ ঘিরে তটস্থ ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশ। এরমধ্যেই সংক্রমণ নিয়ে কলকাতায় হাজির ২ ব্রিটিশ যাত্রী।

Published by
News Desk

কলকাতা : ব্রিটেনে একটি নতুন করোনার ধরণ সামনে এসেছে। মিউটেট করা এই নতুন ধরণকে এখন চেনা যাচ্ছে তার নম্বর দিয়ে। বি১১৭ নামে এই করোনা ভাইরাসের নয়া ধরণের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। যা ব্রিটেনে ছড়াচ্ছে। আর সে বিষয়ে সকলকে সতর্ক করেছে খোদ ব্রিটিশ সরকার। এমনকি তারা মেনে নিয়েছে যে এই করোনার ধরণকে রোখা যাচ্ছেনা। বেলাগামভাবে ছড়াচ্ছে এই করোনা।

একথা জানার পরই এক এক করে বিভিন্ন দেশ তাদের দেশে ব্রিটেন থেকে বিমান বা ট্রেন ঢোকা বন্ধ করে দিয়েছে। ভারতও সেই পথেই হেঁটেছে।

মঙ্গলবার থেকেই ব্রিটেনে কোনও বিমান যাওয়া বা সেখান থেকে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। সেই নিষেধাজ্ঞা আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে। কিন্তু তার ঠিক আগেই ব্রিটেন থেকে যে যাত্রীরা ভারতে প্রবেশ করেছেন তাঁদের নিয়ে চিন্তা বেড়েছে।

দমদম বিমানবন্দরেই গত শনিবার ব্রিটেন থেকে যাত্রী নিয়ে ফেরে একটি বিমান। সেই বিমানে যত যাত্রী ছিলেন তাঁদের মধ্যে ২৫ জনের করোনা রিপোর্ট সঙ্গে ছিলনা। ফলে তাঁদের সকলকে শহরে ঢুকতে দেওয়ার আগে করোনা পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়।

সেই পরীক্ষার সময় ২ জনের দেহে করোনা পাওয়া যায়। তাঁদের একজনকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অন্যজনকে ভর্তি করা হয় রাজারহাটের সিএনসিআই-তে।

তাঁদের নমুনা সংগ্রহ করে পুনের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। এটা দেখার চেষ্টা হচ্ছে যে ব্রিটেনে যে নতুন করোনার ধরণ আতঙ্ক ছড়িয়েছে সেই একই ধরণ এঁদের ২ জনের মধ্যে কারও দেহে রয়েছে কিনা।

এদিকে ওই বিমানেই যাঁরা ফিরেছেন তাঁদের প্রত্যেককে জানানো হয়েছে নিজেদের শরীরের দিকে নজর রাখতে। আর কোনও উপসর্গ দেখা দিলেই তা জানাতে।

প্রসঙ্গত এঁরা করোনা নেগেটিভ রিপোর্ট দেখালেও এঁরা যেহেতু ব্রিটেন থেকে কলকাতায় এসেছেন। তাই করোনা বিধি মেনে এঁদের আপাতত আইসোলেশনে থাকতে হবে।

Share
Published by
News Desk

Recent Posts