Kolkata

ভারত বন্‌ধের জেরে এ রাজ্যেও রেল রোকো, পথ অবরোধ

কৃষকদের ডাকে ভারত বন্‌ধ-এর প্রভাব এ রাজ্যেও পড়ল। বন্‌ধ-এর সমর্থনে বাম-কংগ্রেস একসঙ্গে বিভিন্ন রাস্তায় মিছিল বার করে। রাস্তায় নামেন শিখ সম্প্রদায়ের মানুষও।

Published by
News Desk

কলকাতা : ভারত বন্‌ধে এদিন সকাল থেকেই কলকাতায় বাস কম চলেছে। কম বলতে চোখে পড়ার মতন কম চলেছে বাস। অফিস টাইমেও যে কটি বাসের দেখা মিলেছে সেগুলি ছিল অপেক্ষাকৃত ফাঁকা। রাস্তায় মানুষজন কম বার হয়েছেন। ফলে রাস্তাঘাটও ছিল তুলনায় ফাঁকা।

বিভিন্ন রুটে ভরসা ছিল অটো পরিষেবা। জেলাতেও বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধের ঘটনা ঘটেছে। মধ্যমগ্রাম, ডোমজুড়, রিষড়া, বারুইপুর সহ বিভিন্ন স্টেশনে অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা। অবরোধ হয়েছে জাতীয় সড়কও।

উত্তরবঙ্গে আবার বন্‌ধের জোড়া ফলা। ভারত বন্‌ধ তো ছিলই। সেইসঙ্গে গত সোমবার উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ভারত বন্‌ধের দিনেই বিজেপি উত্তরবঙ্গে বন্‌ধের ডাক দেয়।

জোড়া বন্‌ধের প্রভাব উত্তরবঙ্গে যথেষ্ট পড়েছে। অনেক জায়গায় সরকারি বাস আটকান বন্‌ধ সমর্থনকারীরা। দোকানপাট ছিল কমই খোলা। রাস্তায় তুলনায় গাড়িঘোড়া ছিল কম।

কলকাতায় এদিন খুব কম বাস দেখতে পাওয়া গেছে রাস্তায়। বিভিন্ন রুটে যে অটো পরিষেবা রয়েছে সেগুলি অবশ্য চালু ছিল। তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভেও বন্‌ধের প্রভাব দেখতে পাওয়া গিয়েছে। তুলনায় ফাঁকা ছিল সেক্টর ফাইভ।

এদিন দোকানপাট অবশ্য সামান্যই বন্ধ ছিল। বিভিন্ন রাস্তায় এদিন সকালে বন্‌ধের সমর্থনে মিছিল বার করেন বাম-কংগ্রেস কর্মীরা। একযোগেই তাঁরা মিছিল করেন।

শ্যামবাজার পাঁচমাথার মোড়, যাদবপুর, ডানলপ, বউবাজার সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধের ঘটনা ঘটে। তবে তা দীর্ঘ সময় স্থায়ী হয়নি।

এদিন ডানলপ থেকে একটি মিছিল বার করেন শিখ সম্প্রদায়ের মানুষজন। সব মিলিয়ে দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভে যাঁরা এদিন কাজে বার হয়েছিলেন তাঁদের হয়রান হতে হয়। তবে এদিন ভারত বন্‌ধ কিন্তু পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে।

এদিন বিজেপিও বিভিন্ন জায়গায় উত্তরকন্যা অভিযানে তাদের এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করে। ফলে এদিন শহর থেকে শহরতলির জনজীবন বন্‌ধ, অবরোধ, বিক্ষোভে সকাল থেকেই তার চেনা ছন্দ হারিয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts