Kolkata

রাজ্যে ফের ৫০-এর ঘরে ফিরল দৈনিক মৃত্যু

রাজ্যে দৈনিক মৃত্যু কমার দিকে ছিল। অন্তত সেই প্রবণতাই দেখতে পাওয়া যাচ্ছিল গত কয়েকদিনে। কিন্তু ফের তা পৌঁছে গেল ৫০-এর ঘরে।

Published by
News Desk

কলকাতা : এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যু টানা ৫০-এর ঘরে থাকার পর গত ৩ দিনে তার একটা নিম্নমুখী প্রবণতা নজর কাড়ে। কিন্তু ফের তা এদিন পৌঁছে যায় ৫০-এর ঘরে।

এদিকে ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন সাড়ে ৩ হাজারের ওপর ঘোরাফেরা করছে। ৩ হাজার ৫২৮ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৬৩১টি। সামান্য বেড়েছে নমুনা পরীক্ষা। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৯৯১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৫২ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। টানা ৫০-এর ঘরেই ঘুরে বেড়াচ্ছিল মৃত্যু। গত ৩ দিনে অবশ্য তার একটা নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছিল। ফের তা পোঁছে গেল ৫০-এর ঘরে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫১ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৭২ জন।

গত একদিনে যে ৫১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। দক্ষিণ ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১০ জন।

কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৫ জন, নদিয়ায় ৪ এবং পূর্ব মেদিনীপুরে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। এছাড়া কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও বীরভূমে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৬০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৬৭ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশের দরজায় পৌঁছে গেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২.৯৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts