Categories: Kolkata

বিধানসভার সামনে চিটচফান্ড বিক্ষোভ

Published by
News Desk

অবিলম্বে টাকা ফেরতের দাবিতে এদিন বিধানসভার সামনে বিক্ষোভে সামিল হলেন চিটফান্ড ডিপোজিটর্স এন্ড এজেন্ট ফোরামের জনা পঞ্চাশ সদস্য। সোমবার ছিল বিধানসভা অধিবেশনের শেষ দিন। শেষ দিনে এমনিতেই পিএসি-র চেয়ারম্যান ইস্যুতে বিধানসভার অন্দর ছিল সরগরম। সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করে বিকেলে বিধানসভার পশ্চিমপ্রান্তের ১ নম্বর গেটের সামনের এই বিক্ষোভ। অবস্থা সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। কার্যত টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের পুলিশের গাড়িতে তুলতে হয়। বিক্ষোভকারীদের স্লোগানে দাবি ছিল একটাই। সরকারকে বারবার বলেও কোনও কাজ হচ্ছেনা। সরকার উদ্যোগ নিচ্ছে না। অবিলম্বে তাঁদের টাকা ফেরত দেওয়ার বন্দোবস্ত করুক রাজ্য সরকার।

Share
Published by
News Desk

Recent Posts