Kolkata

রাজ্যে ৮৯ শতাংশ পার করল সুস্থতার হার

সংক্রমণ থেকে সুস্থতা, সুস্থতা থেকে মৃত্যু, গত দিন আর এদিনের সংখ্যা প্রায় একই জায়গায় রয়ে গেল রাজ্যে। তবে রাজ্যে এদিন সুস্থতার হার সামান্য বেড়ে ৮৯ শতাংশ পার করেছে।

Published by
News Desk

কলকাতা : দেশে সার্বিকভাবে অক্টোবরে সংক্রমণ ও মৃত্যু কমেছে। কিন্তু অক্টোবরে এ রাজ্যের ছবিটা ঠিক উল্টো এসেছে। সংক্রমণ তার উর্ধ্বমুখী প্রবণতাই ধরে রেখেছে রাজ্যে। দৈনিক মৃত্যুও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম।

৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন খাতায় কলমে ৪ হাজারের নিচে হলেও তা ৪ হাজারের একদম দরজায় ঘোরাফেরা করছে।

গত একদিনে ৩ হাজার ৯৪৮ জন নতুন রোগী পাওয়া গিয়েছে রাজ্যে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

উৎসবের মরসুমে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা আরও বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৬৭টি।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৫২৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৫৩ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১২২ জন। গত একদিনে যে ৫৪ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৭ জন, হুগলিতে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন, নদিয়ায় ৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনেও ৪ হাজারের ওপর মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪ হাজার ১৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫০ হাজার ৪৪৯ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হার আরও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে ৮৯ শতাংশ পার করেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৯.০৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts