Categories: Kolkata

লরির ধাক্কায় মৃত প্রথম শ্রেণির ছাত্র

Published by
News Desk

সকালে গণেশচন্দ্র অ্যাভিনিউ ও সেন্ট্রাল এভিনিউয়ের সংযোগস্থলে প্রথম শ্রেণির এক ছাত্রকে পিষে দিল লরি। লরির ধাক্কায় আহত হয়েছেন ওই শিশুর পিতাও। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে সেন্ট স্টিফেন্স স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আজিজ সেনাতওয়ালিয়াকে নিয়ে তড়িঘড়ি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন তার বাবা। কিন্তু সিগনাল খোলা থাকায় দ্রুত তাদের ওপর এসে পড়ে একটি লরি। লরির চাকায় পিষে যায় ছোট্ট আজিজ। ঘটনার পর লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনায় আজিজের বাবারই দোষ দেখছেন স্থানীয়রা। সিগনাল খোলা দেখেও ছেলেকে নিয়ে দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টার চরম খেসারত দিতে হল তাঁকে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts