Kolkata

রাজ্যে সুস্থতার হার ৮৮ শতাংশে পৌঁছল

রাজ্যে সুস্থতার হার ৮৮ শতাংশরে দরজায় পৌঁছেও ফের নামতে শুরু করেছিল। পরে আবার তা আরও দ্রুত গতিতে বেড়ে এদিন ঢুকে পড়ল ৮৮ শতাংশে।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। রাজ্যে বেশ কয়েকদিন টানা ৪ হাজারের ওপরই থাকছিল দৈনিক সংক্রমণ। গত ৩ দিনে অবশ্য তা ৪ হাজারের নিচে নেমেছে। গত একদিনে ৩ হাজার ৯৮৯ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

উৎসবের মধ্যে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ২৬৫টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৬৯২ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯৪ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিনের চেয়ে ১ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭২৫ জন।

গত একদিনে যে ৬১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ৬ জন জন, হাওড়ায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন ও নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।

২ জন করে মানুষের প্রাণ গেছে মালদা ও পূর্ব বর্ধমানে। এছাড়া কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৯৪৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হার আরও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে ৮৮ শতাংশে ঢুকে পড়েছে। সুস্থতার হার রয়েছে ৮৮.০২ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts