Kolkata

রাজ্যে একদিনে আরও কমল সুস্থতার হার

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬৪ জন। রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি এখন মৃত্যুও উর্ধ্বমুখী। অন্যদিকে কমছে সুস্থতার হার।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৬৭৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত একদিনে নমুনা পরীক্ষা প্রায় একই রয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৫৪৯টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫ হাজার ৬৯৭ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৫ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। আগের দিনের চেয়েও ২ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৮ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনা আবার কলকাতাকে টপকে গেছে এদিন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৪ জন এবং পূর্ব মেদিনীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।

জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ৩৮৪ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার কমেছে। পরপর ৩ দিন একই জায়গায় সুস্থতার হার থাকার পর এদিন ফের তা কমে হল ৮৭.৭৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus