Kolkata

একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা কমল, সংক্রমণ একই জায়গায়

রাজ্যে গত একদিনেও করোনায় প্রাণ হারালেন ৬১ জন। গত একদিনে নমুনা পরীক্ষা কমলেও বাড়ল সংক্রমণ।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৩৪৮ জন নতুন করোনা রোগী পাওয়া গিয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৪০টি। গত দিনের চেয়ে হাজার দুয়েক কম।

রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়। বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৯ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৭ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৫ জন।

গত একদিনে যে ৬১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, বাঁকুড়ায় ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন ও পূর্ব মেদিনীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

আলিপুরদুয়ার, কোচবিহার ও পশ্চিম বর্ধমানে ২ জন করে মানুষের করোনায় মৃত্যু হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও হাওড়ায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত কয়েকদিনে ৩ হাজারের নিচেই থাকছিল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে এদিন তা ৩ হাজারের ঘরে ফিরেছে।

গত একদিনে ৩ হাজার ৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪০ হাজার ৭০৭ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৯৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts