Categories: Kolkata

২ সেপ্টেম্বর কর্মবিরতির ডাক

Published by
News Desk

ডিএ বাকি ৫০ শতাংশ। গোদের ওপর বিষ ফোড়ার মত আবার বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মাইনেও। ফলে রাজ্য সরকারি কর্মচারিদের ধিকিধিকি জ্বলা আগুন এবার আন্দোলনের পথ ধরল। বেতন বৃদ্ধির দাবিতে আগামী ২ সেপ্টেম্বর কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মাচারিদের যৌথ মঞ্চ। মোট ৩৫টি সংগঠনের যৌথ মঞ্চ বুধবার বিকেলে কর্মবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত করে। কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের পর মাইনের ফারাকও বাড়ায় কিছুটা চাপে রাজ্য সরকারও। কারণ ডিএ থেকে মাইনে সব কিছু নিয়েই রাজ্য সরকারি কর্মচারিদের অসন্তোষ বেড়েই চলেছে। তবে এ বিষয়ে রাজ্য সরকারে তরফে কিছু জানান হয়নি।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts