Kolkata

রাজ্যে ৮৬ শতাংশ পার করল সুস্থতার হার

রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৮৬ শতাংশ পার করে গেল। তবে আগের দিন মৃতের সংখ্যা কিছুটা কমলেও এদিন ফের তা পুরনো জায়গায় ফিরে গেছে।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১৫৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৩২৬ জনের। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৩৩২ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৬১ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। তবে টানা ৫০-এর ঘরে দৈনিক মৃতের সংখ্যা ঘোরাফেরা করার পর আগের দিন তা বেশ কিছুটা কমেছিল। ৪১ জন করোনায় প্রাণ হারিয়েছিলেন। কিন্তু ফের তা আগের জায়গায় পৌঁছে গেল। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। তার আগের দিনের চেয়ে ১৬ জন বেশি। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮ জন। গত একদিনে যে ৫৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় ৮ জন মারা গেছেন করোনায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়া ও নদিয়ায় ৭ জন করে মারা গেছেন। দার্জিলিংয়ে ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন এবং হুগলিতে ৪ জন মারা গেছেন। উত্তর দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া কোচবিহার ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। টানা ১৮ দিন সুস্থতা ৩ হাজার পার করার পর মাঝে ২ দিন বাদ দিয়ে ফের তা ৩ হাজারের ওপরই স্থির হয়েছে। গত একদিনে ৩ হাজার ১৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৪৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে এদিন ৮৬ শতাংশ পার করেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.১০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts