Kolkata

রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা কমল, ৮৬ শতাংশের দরজায় সুস্থতা

রাজ্যে গত একদিনে করোনায় মৃতের সংখ্যা বেশ কিছুটা কমল। এদিকে ৮৬ শতাংশের একদম দরজায় পৌঁছে গেল সুস্থতার হার।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১১২ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩৪৭ জনের। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ১৭৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৭৭ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। তবে টানা ৫০-এর ঘরে দৈনিক মৃতের সংখ্যা ঘোরাফেরা করার পর গত একদিনে তা বেশ কিছুটা কমল। গত একদিনে রাজ্যে ৪১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার আগের দিনের চেয়ে ১২ জন কম। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭১ জন। গত একদিনে যে ৪১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫ জন। কলকাতায় একদিনে এত কম মৃত্যু বহুদিন দেখা যায়নি। যা অত্যন্ত ভাল খবর কলকাতাবাসীর জন্য।

কলকাতায় অনেকটা কমলেও এদিন কিন্তু উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ১০ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। ৪ জন মারা গেছেন পশ্চিম মেদিনীপুরে। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে উত্তর দিনাজপুর, মালদা ও হুগলিতে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। টানা ১৮ দিন সুস্থতা ৩ হাজার পার করার পর গত ২ দিনে সুস্থতা ৩ হাজারের নিচে নেমেছিল। ফের তা ৩ হাজারের ওপর পৌঁছে গেল। গত একদিনে ৩ হাজার ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ২৭ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus