Kolkata

রাজ্যে ৮৫ শতাংশ পার সুস্থতার হার, রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা

রাজ্যে ৮৫ শতাংশ পার করে গেল সুস্থতার হার। গত একদিনে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৮৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য ফের বেড়েছে। রেকর্ড ছুঁয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত একদিনে ৪৬ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও এত নমুনা পরীক্ষা একদিনে হয়নি। রাজ্যে এখন মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২১৮ জন।

আগের দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ২৩ হাজার ৩৯০ জন। অর্থাৎ কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দৈনিক নতুন ধরা পড়া রোগীর চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। আর এই প্রবণতা টানা বজায় রয়েছে। যা অবশ্যই স্বস্তির।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার আগের দিনের চেয়ে ৬ জন কম। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ জন। গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৮ জন। উত্তর ২৪ পরগনা মৃত্যুর নিরিখে কলকাতাকে এদিন টপকে গেছে। সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। একইভাবে হাওড়াতেও গত একদিনে করোনা কেড়েছে ১০টি প্রাণ।

কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, দার্জিলিংয়ে ৩ জন এবং পূর্ব মেদিনীপুরে ৩ জন মারা গেছেন করোনায়। আলিপুরদুয়ার, কোচবিহারে ও পশ্চিম বর্ধমানে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। জলপাইগুড়ি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ১৭ দিনই ৩ হাজার পার করছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ২০৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৮ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে ৮৫ শতাংশ পার করেছে। দাঁড়িয়েছে ৮৫.১৯ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts