Kolkata

রাজ্যে ৮৪ শতাংশ পার সুস্থতা, নতুন রেকর্ড গড়ল নমুনা পরীক্ষা

রাজ্যে সুস্থতার হার ৮৪ শতাংশ পার করে গেল। রেকর্ড গড়ে একদিনে নমুনা পরীক্ষা পার করল ৪৫ হাজারের গণ্ডি।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত ৪ দিনে অবশ্য ৩ হাজারে নিচে নেমেছে সংক্রমিতের সংখ্যা। তবে তা ৩ হাজারের দরজাতেই ঘোরাফেরা করছে। গত একদিনে রাজ্যে নতুন রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৮৪ জন। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য ফের বেড়েছে। রেকর্ড ছুঁয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। এই প্রথম একদিনে ৪৫ হাজারের ওপর নমুনা পরীক্ষা হল রাজ্যে।

গত একদিনে ৪৫ হাজার ২৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও এত নমুনা পরীক্ষা একদিনে হয়নি। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৬৮১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৯ জন। আগের দিন অ্যাকটিভ রোগী ছিলেন ২৪ হাজার ৪৪৫ জন। অর্থাৎ কমেছে অ্যাকটিভ রোগী। দৈনিক নতুন ধরা পড়া রোগীর চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। আর এই প্রবণতা টানা বজায় রয়েছে। যা স্বস্তির খবর।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। আগের দিনের তুলনায় ১ জন কম। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৪ জন। গত একদিনে যে ৫৫ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৩ জন ও পূর্ব মেদিনীপুরে ৩ জন মারা গেছেন করোনায়। নদিয়া ও পুরুলিয়ায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ১৪ দিনই ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ৩৩৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৪.০২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts