Kolkata

৩ হাজারের নিচে নতুন রোগী, মৃত্যুতে কলকাতাকে টপকাল উত্তর ২৪ পরগনা

ফের রাজ্যে একদিনে সংক্রমণ ৩ হাজারের নিচে নামল। সুস্থতা বেড়ে ৮২ শতাংশ পার করে গেল।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে অবশ্য ৩ হাজারে নিচে নেমেছে সংক্রমিতের সংখ্যা। গত একদিনে রাজ্যে নতুন রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৯৩ জন। গত একদিনে রাজ্যে ৪২ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে হাজার খানেক কম।

রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭৭৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮০ জন। আগের দিন অ্যাকটিভ রোগী ছিলেন ২৫ হাজার ৬৫৭ জন। অর্থাৎ কমেছে অ্যাকটিভ রোগী। নতুন ধরা পড়া রোগীর চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। আগের দিনের তুলনায় সংখ্যাটা ২ জন বেশি। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩১৮ জন। গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১০ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১৩ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন, হুগলিতে ৪ জন, নদিয়ায় ৪ জন, হাওড়ায় ৩ জন ও পূর্ব মেদিনীপুরে ৩ জন মারা গেছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। মৃত্যুর নিরিখে এদিন নজর কেড়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই প্রথম সেখানে ৯ জন একদিনে মারা গেলেন করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ১১ দিনই ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ৩১৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২৭০ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার ৮২ শতাংশ পার করল। রাজ্যে এদিন সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.৪৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus