Kolkata

একদিনে নতুন রোগীর চেয়ে সুস্থ হলেন বেশি, সুস্থতা ৭৮ শতাংশ পার

রাজ্যে সংক্রমণের দৈনিক পরিসংখ্যানে গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন করে সংক্রমিতের সংখ্যাকে টপকে গেছে।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে অবশ্য ৩ হাজারের ঘর থেকে ফের নিচে নেমেছে নতুন রোগীর সংখ্যা। গত একদিনে রাজ্যে নতুন রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৬৭ জন। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষাও অবশ্য কমেছে। যা হয়তো নতুন রোগীর সংখ্যা কম হওয়ার কারণ হতে পারে। গত একদিনে ৩৫ হাজার ২৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। গত দিনের চেয়ে প্রায় ২ হাজার কম। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪১ হাজার ৮৩৭ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৬৯৪ জন। তার আগের দিনের চেয়ে কম। তার আগের দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৬৯ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এরফলে পরপর ২ দিনই ৫৭ জন করে রোগীর মৃত্যু হল করোনায়। এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ জন। গত একদিনে যে ৫৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৩ জন।

কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত একদিনে উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১২ জন। এছাড়া হাওড়ায় ৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন এবং হুগলিতে ৪ জন মারা গেছেন। ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম মেদিনীপুরে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ৪ দিনই ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ২৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১১ হাজার ২৯২ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৮.৪৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts