Kolkata

চলন্ত বাস থেকে ছিটকে পড়লেন চালক, বাস গিয়ে ধাক্কা মারল গাছে

শহরের বুকে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে গেলেন চালক।

Published by
News Desk

কলকাতা : রুট এস-৪সি। সরকারি বাসটি হরিদেবপুরের দিকে ছুটে যাচ্ছিল যাত্রীদের নিয়ে। মেয়ো রোডের কাছে আসার পর বাস যাত্রীরা হতবাক হয়ে দেখেন চলন্ত বাস থেকে বাসের চালক ছিটকে বেরিয়ে গেলেন। তারপর গিয়ে পড়লেন মাঝরাস্তায়। এদিকে চালকহীন বাস তখন নিয়ন্ত্রণ হারিয়েছে। বড় কিছু হওয়ার আগেই অবশ্য বাসটি ফুটের ধারের একটি গাছে গিয়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। গাছের মোটা গুঁড়িতে আটকে যায় বাসের সামনের অংশ। শিউরে ওঠার মত এই ঘটনা ঘটেছে রবিবার সকালে।

বাস যাত্রীরা নিয়ন্ত্রণহীন বাসে কমবেশি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়। যাত্রীরা রক্ষা পেলেও বাসের চালক কিন্তু চলন্ত বাস থেকে ছিটকে পড়ায় রক্তাক্ত হন। ওই অবস্থায় পড়েছিলেন রাস্তায়। পরে তাঁকে পুলিশ এসে উদ্ধার করে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকেও উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? কেন বাস চালক ছিটকে বাইরে গিয়ে পড়লেন? সেসব প্রশ্নের উত্তর এখনও পরিস্কার নয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসের চালকের ধারের দরজা খোলা ছিল কোনও কারণে। ফলে এক সময় তা খুলে বাস চালক ছিটকে বাইরে পড়েন। তবে সকলেই একটা বিষয়ে খুশি যে যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন। কারণ চালকহীন বাস যে কোনওভাবে ভয়ংকর দুর্ঘটনার শিকার হতে পারত। ওই রাস্তায় যথেষ্ট গাড়ি, বাস থাকে। ফলে সেখানেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

বাকলকাতার বুকে এমন এক ঘটনার পাশাপাশি এদিন হাওড়ার আমতায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে আসছিল একটি গাড়ি। গাড়িটি ভোরের দিকে একটি গাছে ধাক্কা মারে। গাড়িতে থাকা ৩ জন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়িটি প্রবল গতিতে আসছিল। সেই গতিতেই গিয়ে গাছে ধাক্কা মারায় সংঘর্ষ ছিল ভয়ংকর। যারফলে ঘটনাস্থলেই ৩ যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts