লকডাউন ও বৃষ্টির জেরে সুনসান শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ছবি - আইএএনএস
কলকাতা : শুক্রবার ছিল রাজ্যে ৪৮ ঘণ্টার টানা লকডাউনের দ্বিতীয় দিন। অগাস্টে লকডাউনের দিনগুলোতে পুলিশি তৎপরতা তুঙ্গে ছিল। ফলে লকডাউনও সফল হয়েছিল। কিছু ক্ষেত্রে নিয়মভঙ্গ যে হয়নি তা নয়, তবে পুলিশ তা কঠোর হাতে নিয়েছিল। বৃহস্পতি ও শুক্রবারের লকডাউনেও পুলিশি তৎপরতায় এতটুকু কমতি ছিলনা। পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে। এবারের এই টানা ৪৮ ঘণ্টার লকডাউনে পুলিশকে অলক্ষ্যে সাহায্য করেছে নিম্নচাপের বৃষ্টিও। টানা বৃষ্টির জেরে অনেকেই বাড়ি থেকে বার হওয়ার কথা মাথায় আনেননি।
কলকাতায় বৃহস্পতি ও শুক্রবার ছবিটা ছিল প্রায় একই। সুনসান রাস্তাঘাট। দোকানপাট বন্ধ। গাড়ির দেখা নেই। মোড়ে মোড়ে পুলিশ। কাউকে রাস্তায় দেখলেই তাঁকে দাঁড় করিয়ে বার হওয়ার কারণ জিজ্ঞাসা করেছেন পুলিশকর্মীরা। জেনে নেওয়ার চেষ্টা করেছেন কারণে নাকি অকারণেই বাড়ি থেকে বার হয়েছেন তিনি। ২ দিনই বৃষ্টি ভেজা কলকাতায় মানুষজনকে সেভাবে নিয়ম ভাঙতে দেখা না গেলেও জেলায় জেলায় কিন্তু কিছুটা হলেও অন্য ছবি ধরা পড়েছে। নিয়মভঙ্গের ছবি ধরা পড়েছে।
রাজ্যে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় কোথাও দেখা গেছে বাজার বসতে। কোথাও দেখা গেছে দোকানপসার খুলতে। কোথাও দেখা গেছে অকারণেই রাস্তায় ঘুরতে। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এদিন সকাল থেকে বৃষ্টি অঝোরে হয়েছে। তার মধ্যেই মেমারি থেকে ক্যানিং বিভিন্ন জায়গায় বাজার বসেছে। পুলিশ অবশ্য খবর পেয়েই ব্যবস্থা নিয়েছে। আটক করা হয়েছে বিক্রেতাদের। অনেক জায়গাতেই মানুষকে অকারণের ঘুরতে দেখে দাঁড়ি করায় পুলিশ। ব্যবস্থা গ্রহণ করে।
কাউকে কান ধরে ওঠবোস করানো হয় রাস্তায়। কাউকে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। কোথাও আবার জটলা দেখে তাড়া করে পুলিশ। পুলিশ দেখে ছুট দেয় জটলা করা মানুষজন। এমন নানা বিচ্ছিন্ন ঘটনার সাক্ষী হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। তবে মোটের ওপর করোনা চেন ভাঙতে রাজ্যে টানা ২ দিনের লকডাউন সফল হয়েছে বলাই যায়। রাজ্যে পরের লকডাউন আগামী বৃহস্পতিবার।
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…