Kolkata

রাজ্যে রেকর্ড, ৩ হাজার পার রোগী, কোচবিহারে প্রথম প্রাণ কাড়ল করোনা

টানা কয়েকদিন ৩ হাজারের দরজায় ঘোরার পর অবশেষে ৩ হাজারি ঘরে ঢুকেই পড়ল একদিনে রাজ্যে নতুন রোগীর সংখ্যা।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে সেই সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। টানা কয়েকদিন ৩ হাজারের দরজার ঘোরার পর অবশেষে ৩ হাজারি ঘরে ঢুকেই পড়ল একদিনে রাজ্যে নতুন রোগী। গত একদিনে রাজ্যে করোনা রোগী পাওয়া গিয়েছে ৩ হাজার ৩৫ জন।

গত একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষাও হয়েছে। এই প্রথম ৩১ হাজার পার করল নমুনা পরীক্ষা। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৩১৭টি। এটা রেকর্ড। তারমধ্যে ৩ হাজার ৩৫ জনের দেহে করোনার হদিশ মিলেছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১০ হাজার ৩৫৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৮৫০ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৬০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ৪ জন বেশি। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১৯ জন। গত একদিনে যে ৬০ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। হাওড়ায় প্রাণ হারিয়েছেন ৮ জন। ২ জন করে মারা গেছেন দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর ও দার্জিলিংয়ে। ১ জন করে প্রাণ হারিয়েছেন কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। কোচবিহারে এদিন প্রথম কেউ করোনায় প্রাণ হারালেন। রাজ্যে এখন বাঁকুড়াই একমাত্র জেলা যেখানে করোনা এখনও কারও প্রাণ কাড়তে পারেনি।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৫৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ৮১ হাজার পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ১৮৯ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এদিন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৩.৫৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus